প্রশ্ন ফাঁসকারীদের প্রেমিক-প্রেমিকাও মনিটরিংয়ে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এবার বিজিপ্রেসের দিকে জোর দেয়া হচ্ছে বেশি। সেখানে যারা দুষ্টুলোক, তাদের প্রতি হুঁশিয়ারি—এবার তারা রেহাই পাবেন না। তাদের বংশধরদেরও চোখে চোখে রাখা হচ্ছে। এমনকি তাদের বাবা-মা, প্রেমিক-প্রেমিকা সবাইকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।”
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এবার যারা সন্দেহের তালিকায় আছে, এমন কিছু লোককে আমরা চিহ্নিত করেছি। এ ছাড়া ফেসবুকে যাতে কেউ এ ধরনের বিভ্রান্তি ছড়াতে না পারে, এ জন্য বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “কেউ বিভ্রান্তি সৃষ্টিকারীদের দিকে ছুটবেন না। বইয়ের প্রতি মনোযোগী হোন। ভালোভাবে পরীক্ষা দিন।”
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
মন্তব্য চালু নেই