প্রশ্নপত্র ফাঁসের মূল হোতাসহ আটক ৫

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মূল হোতাসহ ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়ে বলে গণমাধ্যমকে মুঠোফোন বার্তার মাধ্যমে জানায় ডিএমপি।

বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এইচএসসি প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র টেম্পারিং এবং অনলাইন ও ফেসবুকের মাধ্যমে প্রতারণার অভিযোগে তাদের ঢাকার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলন পরবর্তী এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে গণমাধ্যমকে জানায় ডিএমপি।

বিগত কয়েক বছর ধরে প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অহরহ ঘটছে। সাম্প্রতিক অতীতে এসব বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জন্য শিক্ষামন্ত্রণালয় এবং সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।



মন্তব্য চালু নেই