চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত

চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট তাহমিদসহ শিক্ষানবিশ পাইলট নিখোঁজ রয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়। চট্টগ্রামের পতেঙ্গা স্থল সীমা থেকে আট মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

আজ সকাল সাড়ে ১০টায় জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা দশ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম জানান।

কোস্ট গার্ডের পূর্ব জোনের লেফট্যানেন্ট কমান্ডার নুরুল হুদাও এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড, বিমান ও নৌবাহিনী।



মন্তব্য চালু নেই