প্রশাসনের শয়তান দূর করতে হবে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রশাসনের মধ্যে অনেক শয়তান রয়ে গেছে। এদেরকে দূর করতে হবে। মুক্তিযোদ্ধারা এক হলে শয়তান দূর হয়ে যাবে।’

মঙ্গলবার বেলা একটায় রাজধানীর ওসমানী উদ্যানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত একাত্তরে মহান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এলে এখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হতো না। এখানে সংবর্ধনা হতো রাজাকারদের। তিনি সবসময় রাজাকারদের ভালবাসেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া নিজামী ও মুজাহিদের মতো রাজাকারদের সম্মান দিয়ে মন্ত্রী বানিয়েছেন। শিগগিরই এদের ফাঁসি হয়ে যাবে। আমরা মুক্তিযোদ্ধারা এই ব্যথা বুকে নিয়ে রই, তখন (খালেদা জিয়ার শাসনামল) মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় রাজাকার থাকতো।

খালেদা বাংলাদেশকে কঠিন সময়ে ‍নিয়ে গেছেন মন্তব্য করে মায়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে এদেশ মুক্তিযোদ্ধাদের থাকবে না। দেশটা পাকিস্তানিদের হয়ে যাবে।’

এসময় মায়া দুই সিটি করপোরেশনে মুক্তিযোদ্ধাদের জন্য সপ্তাহে অন্তত দুঘণ্টা সময় রাখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মণ। স্বাগত বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শওকত মোস্তফা। এতে বক্তব্য দেন- ডিএসসিসির নির্বাহী কর্মকর্তা জিএম এনামুল হক।



মন্তব্য চালু নেই