প্রবীর সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রবীর সিকদারকে আদালতে উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে রোববার রাতেই ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। এর আগে ঢাকাস্থ পত্রিকা অফিস থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার রাতে ফরিদপুরের এপিপি স্বপন পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

প্রবীর সিকদারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই