প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের মত বিনিময়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ১২ অক্টোবর শান্তা কমিউনিটি সেন্টারে -মমতাজ ফেরদৌসি (ভার:) উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-অধ্যাপক ইয়াসিন আলী (এম পি) ঠাকুরগাঁও-৩, গেষ্ট্স অব অনার হিসাবে বক্তব্য দেন- সেলিনা জাহান লিটা (এম পি) ৩০১ ও মুকেশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রশাসক ঠাকুরগাঁও।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-খন্দকার নাহিদ হাসান (ইউএনও)আবু হারেছ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ,অধ্যক্ষ (ভার:) তাজুল ইসলাম ও সইদুল হক,আ‘লীগ সভাপতি ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক আনিসুর রহমান ও আশরাফুল আলম,বিজয কুমার ।

বক্তব্যের এক র্পযায়ে জেলা প্রশাসক বলেন -”–আপনাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে কারন, র্বতমান সরকার আপনাদের শিক্ষকদের জন্য অনেক বড় কাজ করে যাচ্ছেন। আর আপনারা সৌভাগ্যবান এই জন্য যে, এই উপজেলাতে উন্নয়নের জন্য ৩ জন এমপি পেয়েছেন”। শত ভাগ র্ভতি,ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন র্বতমানে শিক্ষকদের মুল লক্ষ্য হওযা উচিতবলে মন্তব্য করেন বক্তারা ।



মন্তব্য চালু নেই