প্রধানমন্ত্রী যখন মা
মা-মেয়ে দুজনার হাতেই রয়েছে পুরস্কার। দুজনার ঠোঁটের কোণেই হাসি। ভিন্ন ভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। আর সেই পদ হাতেই ছবি তুলেছেন মা ও মেয়ে।
নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর দেওয়া স্মারক ‘শান্তি বৃক্ষ’ পেয়েছেন প্রধানমন্ত্রী। আর অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন পুতুল। সেই দুই গৌরব-স্মারক হাতেই ছবি তুলেছেন প্রধানমন্ত্রী ও তার মেয়ে।
সম্মাননা প্রাপ্তির পর পুতুলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
একজন প্রধানমন্ত্রীর যখন মা, তখন মা-মেয়ের এমন চিরন্তন আদরমাখা ছবি আমরা অনেক দিন দেখি না। ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
মন্তব্য চালু নেই