‘প্রধানমন্ত্রী, আপনি বড় ভাগ্যবতী’

বিরোধী দলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভাগ্যবতী’ বলে সম্বোধন করেছেন।

তিনি বলেছেন, ‘এটা আপনার ভাগ্য, আপনি বড় ভাগ্যবতী।’

বুধবার সকালে দশম জাতীয় সংসদের ২০১৫-২০১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট টিমের সাফল্যে তার অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আপনি আপনার শত্রুর মুখে ছাই দিয়ে দেশের জন্য একের পর এক বিজয় নিয়ে আনছেন। এজন্য আপনাকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আপনি এগিয়ে চলুন, দেশবাসী আপনার পাশে আছে।’



মন্তব্য চালু নেই