প্রধানমন্ত্রী অভিমান করে এ কথা বলেছেন

সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কার টাকা আছে, তা ফেরত আনার উদ্যোগ নেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা তিনি অভিমান করে দিয়েছেন। এরকম বক্তব্য তিনি এর আগেও দিয়েছেন।’

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।’ ‘পাচার করা টাকার মালিক কারা তাদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনার’ দাবি জানান তিনি।

সুইস ব্যাংকে জিয়া পরিবারের কারও টাকা নেই বলেও দাবি করেন খন্দকার মাহবুব হোসেন।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ জুন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কার টাকা আছে, তা ফেরত আনার উদ্যোগ নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আর কোথায়, কার কত টাকা আছে, সে হিসাবও নেয়া হচ্ছে।’



মন্তব্য চালু নেই