প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যত ব্যবসায়ী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ইতালির মিলানে গেছেন। সেখানে তিনি দশম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলন-২০১৪ এ যোগ দিবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৭৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল রয়েছেন। বুধবার সকাল ১০টায় বিজি-০১৫ এয়ারলাইন্স যোগে ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তারা।

ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, মীর নিজাম উদ্দিন আহমেদ, আবু মোতালেব, মো. শফিকুল ইসলাম ভরসা, এম এ মোমেন, আলহাজ হারুন-উর-রশিদ, মো. শাহজালাল মজুমদার, মো. আনোয়ার সাদাত সরকার, জাহাঙ্গীর আলামিন, মো. আমিনুল হক (শামীম), মো. কোহিনুর ইসলাম, এ কে এম শাহিদ রেজা, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, বিজয় কুমার কেজরিওয়াল, প্রাক্তন পরিচালক আব্দুল মাতলুব আহমেদ, প্রাক্তন প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, প্রাক্তন পরিচালক আলহাজ খন্দকার রুহুল আমিন, প্রাক্তন পরিচালক মো. জাহাঙ্গীর আকন্দ সেলিম, প্রাক্তন পরিচালক হাসিন আহমেদ, প্রাক্তন পরিচালক নাগিবুল ইসলাম দিপু, বারভিটার সভাপতি হাবিব উল্যাহ ডন, বিজিএমইএয়ের সভাপতি মো. আতিকুল ইসলাম, বিজিএমইএয়ের দ্বিতীয় সহসভাপতি সরদার মোহাম্মদ মান্নান, বিজিএমইএয়ের সহসভাপতি মো. শাহিদুল্লাহ আজিম, বিজিএমইএয়ের সহসভাপতি রিয়াজ-বিন-মোহাম্মদ, বিজিএমইএয়ের প্রাক্তন দ্বিতীয় সহসভাপতি মো. সিদ্দীকুর রহমান, বিজিএমইএয়ের প্রাক্তন সহসভাপতি ফারুকি হোসাইন, বিজিএমইএয়ের প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, বিজিএমইএয়ের প্রাক্তন পরিচালক আতিয়ার রহমান দিপু, বিজিএমইএয়ের প্রাক্তন পরিচালক মো. ওসমান গনি তালুকদার, বিকেএমইএয়ের প্রথম সহসভাপতি ওহিদুর হক আসলাম সানী, বিকেএমইএয়ের পরিচালক মো. আসাদুল ইসলাম, বিকেএমইএয়ের মেম্বার সৈয়দ শাফকাত আহমেদ, বাংলাদেশ চেম্বারের পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ মেটাল ওয়্যার অ্যান্ড ওয়্যারনেস মেশিনারি অ্যাসোসিয়েশনয়ের সভাপতি শাওকাত আলী খান, বাংলাদেশ পাবলিসার্স অ্যান্ড বুক সেলারস অ্যাসোসিয়েশন-এর সভাপতি আলমগীর শিকদার লোটন, বাংলাদেশ সাব-কন্ট্রাক্টিং শিল্প মালিক অ্যাসোসিয়েশন-এর সভাপতি মো. আসলাম আলী, বাংলাদেশ অ্যালুমিনিয়াম  ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর পরিচালক আবদুর রশিদ সিকদার, বাংলাদেশ মেটাল ওয়্যার এন্ড ওয়্যারনেস মেশিনারি অ্যাসোসিয়েশন-এর পরিচালক আলহাজ্ব মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ ডায়মন্ড ওয়াল্ড লি. পরিচালক দিলিপ কুমার আগারওয়াল, বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশনয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর হক, এইচবি এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মো. আমির উদ্দিন বিপু, বাংলাদেশ ওয়াচ মার্চেন্টস অ্যাসোসিয়েশন-এর সচিব শাহিদুল ইসলাম (লিঠন), বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন-এর পরিচালক মো. আবু হজরত রানা, আল-জয়নাল হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস-এর স্বত্বাধিকারী আলহাজ মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি আনোয়ার হাবিব, সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি মো. খায়রুল হুদা (চোপল), বান্দরবন চেম্বারের সভাপতি কাও সাও, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, মৌলভীবাজার চেম্বারের সভাপতি মো. কামাল হোসাইন, কুমিল্লা চেম্বারের সভাপতি মো. মাসুদ পারবেজ খান (ইমরান), পটুয়াখালী চেম্বারের সভাপতি মো. শফিকুর রহমান, ইটালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী, চাঁদপুর চেম্বারের প্রথম সহসভাপতি সুবাস চন্দয় রায়, বরিশাল চেম্বারের প্রথম সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, কক্সবাজার চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হুমাউন কবির, সুনামগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি সজীব রঞ্জন দাস, গাজীপুর চেম্বারের সহসভাপতি মো. আ. হাদি শামিন, বগুড়া চেম্বারের সহসভাপতি মো. এনামুল হক, ইকুচেইম বাংলাদেশ প্রা.লি. পরিচালক শাহিদুল ইসলাম নিরু, চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক মিসেস নাফিজা শারমিন, খুলনা চেম্বারের পরিচালক খান জাহাঙ্গীর হোসেন এবং এফবিসিসিআইয়ের উপসচিব হারুন-উর-রশিদ,  পিএসটু প্রেসিডেন্ট সৈয়দ আমিনুল ইসলাম নাদিম, এফবিসিসিআইয়ের অফিসার চৌধুরী কামরুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ও ১৭ অক্টোম্বর, ২০১৪ রাষ্ট্র ও সরকার প্রধানদের দুদিনব্যাপী ১৪তম এশিয়া ইউরোপ বিজনেস ফোরাম ও ১০তম এশিয়া-ইউরোপ মিটিং (এসেম) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। এতে ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বা শীর্ষপর্যায়ের প্রতিনিধিদের অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ইটালি সফরকালে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও ইটালির মধ্যে বাণিজ্য জোরদারকরণে স্থানীয় ব্যবসায়ী ও  উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশের সঙ্গে ইতালির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরালো করার পাশাপাশি বাংলাদেশে ইতালি সফরকালে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানানো হবে বলে এফবিসিসিআই সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই