প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

নেদারল্যান্ডস সফরের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত ৩ নভেম্বর সফরে যান প্রধানমন্ত্রী। এর পরদিন ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও নেদারল্যান্ডস শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে। বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জনগণের জন্য বদ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।



মন্তব্য চালু নেই