প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের তারিখ চতুর্থবারের মত স্থগিত

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি স্থাপনাসহ রংপুর বিভাগের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের নির্মানকাজের উদ্বোধনের তারিখ পরিবর্তিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আগামী ২৪ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা পেছানো হয়েছে।

এবার নিয়ে চতুর্থবারের মত নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর।

তবে উদ্বোধনের পরবর্তী তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো জানানো হয়নি বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান পেছানোর কারণ জানতে চাইলে বেরোবি উপাচার্য ড. একে এম নূর-উন-নবী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর স্বাক্ষরিত চিঠিতে অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স পেছানোর কথা বলা হয়েছে। এখনও পরবর্তী তারিখ জানানো হয়নি। তবে অনুষ্ঠানটি সফল করতে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় প্রস্তুত বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই