প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির প্রাথমিক তদন্ত শেষ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। এখন চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা।

কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো স্মরণে বৃহস্পতিবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চলতি বছরের ৭ জুন আরেক ঘটনায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমান প্রায় ১৫ মিনিট আকাশে অতিরিক্ত উড়তে বাধ্য হয়েছিল। কিন্তু রানওয়েতে ধাতব বস্তু পড়ে থাকার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পৃথক দুইটি ঘটনায় আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ।



মন্তব্য চালু নেই