প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ জীবন কামনায় বিশেষ প্রার্থনা সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুম্মা সারা বাংলাদেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোড়ায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোড়ায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য চালু নেই