প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আসামি গ্রেফতার হওয়ায় আনন্দ মিছিল
কামরুল হাসান, কলারোয়া: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি পৌর মেয়র আক্তারুল ইসলাম গ্রেফতার হওয়ায় মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি কাজী সাহাজাদার নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ভুট্টোলাল গাইন, উপজেলা যুবলীনেতা শফিউল আজম শফি, সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সামসুর আলী বিশ্বাস, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আঃ হামিদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা শড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, আওয়ামীলীগনেতা রুহুল কুদ্দুস বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, ডালিম হোসেন, ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবলীগনেতা জিয়ারুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ ইমদাদুল হক শেখের সাহসি ভুমিকায় আজ কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি গ্রেফতার হয়েছে। বক্তারা এ জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানান।
মন্তব্য চালু নেই