প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বিদ্যুৎহীন : বরখাস্ত দুজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এর কিছু সময় পরই সভাস্থল এলাকায় বিদ্যুৎ চলে যায়। প্রায় ১০ মিনিট ওই এলাকা বিদ্যুৎহীন থাকে।

এ ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও ডিজিএমকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরে গাজীপুরের পল্লী বিদ্যুৎ সামিতির ছায়াবিথীস্থ জোনাল অফিসের ডিজিএম নূর মোহাম্মদকে ভারপ্রাপ্ত জিএমের দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত জিএম নূর মোহাম্মদ জানান, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে সেখানে কয়েকটি স্থাপনা উদ্বোধন করতে গেলে সোয়া ১০টার দিকে অতিরিক্ত লোডের কারণে সেখানকার সার্কিট ব্রেকার পুড়ে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রায় ১০ মিনিটের মধ্যে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ লাইন আবার সচল করা হয়।

তিনি আরো জানান, ওই ঘটনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন তাৎক্ষণিকভাবে দায়িত্ব অবহেলার কারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জহিরুল ইসলাম ও ডিজিএম (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

এ ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ব্যবস্থাপনা) মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে প্রধান করা হয়েছে। এতে অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী ও পরিচালক (সিস্টেম অপারেশন কেন্দ্রীয় অঞ্চল) অঞ্জন কান্তি দাস।



মন্তব্য চালু নেই