প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ইরাদ সিদ্দিকী দুইদিনের রিমান্ডে

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য বৃহস্পতিবার আদালতে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল উপস্থিত ছিলেন। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ইরাদ আহম্মেদ সিদ্দিকী ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাসে লেখেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতা ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’তার এ স্ট্যাটাসটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করা হয়। পরে বিষয়টি নিয়ে ধামরাই থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম ফকির।



মন্তব্য চালু নেই