প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনায় তদন্ত কমিটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনায় বিমানের কারিগরি বিভাগের প্রধান ক্যাপ্টেন বাশারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান।
কমিটিকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আজ দুপুরে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্বসহ আলোচনা হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।
গতকাল রোববার যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। কয়েকঘণ্টা পরে ত্রুটি সারিয়ে বিমানটি হাঙ্গেরির পথে রওনা দেয়।
আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে (বিজি১০১১) হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী।
ওই ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, পানিসম্পদমন্ত্রীসহ ৯৯ জন আরোহী এবং ২৯ জন ক্রু ছিল।
মন্তব্য চালু নেই