প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইমাম গ্রেপ্তার
জুমার নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জে কালু মিয়া (৫০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কালু মিয়া সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নদাফুলকোচা গ্রামের মৃত হারান আলীর ছেলে এবং ছোনগাছা হাট জামে মসজিদের ইমাম।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বিকেলে ছোনগাছা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া থেকে কালু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার ৫ নম্বর এজাহারভূক্ত আসামি।
প্রসঙ্গত, শুক্রবার ছোনগাছা হাট জামে মসজিদে জুমার নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন ইমাম কালু মিয়া। এ সময় যুবলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে বিএনপি-জামায়াত সমর্থিতরা মসজিদের ভেতরেই তাদের উপর চড়াও হয়। মসজিদের বাইরে তাদের মারপিটও করা হয়।
এ ঘটনায় সদর থানা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ বিএনপি-জামায়াত নেতাকর্মীর নামে মামলা করেন।
মন্তব্য চালু নেই