প্রথম অডিশনের সময় কেমন দেখতে ছিলেন তারা? দেখলে অবাক হবেন আপনিও
সব কিছুরই একটা শুরুর দিন থাকে। আজ তাদের নামে সিনেমা হিট, শুক্রবার হলের সামনে লম্বা লাইন, পর্দায় তাদের উপস্থিতি আলাদা করে নড়র কাড়ে, কিন্তু একটা দিন তারাও শুরু করেছিলেন আনকোরা হিসাবেই। রীতিমতো অডিশন দিয়ে। কেমন ছিল সেই প্রথম দিনের অডিশন? আজকের থেকে কতটা আলাদা দেখতে ছিলেন বলি তারকারা?
১. আলিয়া ভাট : কে দেখে বলবে ইনিই আজকের আলিয়া ভাট? আজকের হট অ্যান্ড স্লিম আলিয়ার সঙ্গে কোনও মিল আছে কি? ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অডিশনে।
২. আনুশকা শর্মা : ‘থ্রি ইডিয়টস’-এর পিয়ার খোঁজ চলছে তখন। পিয়া চরিত্রের জন্য অডিশন দিতে এসেছিলেন আনুশকা শর্মা। পরে যদিও এই চরিত্রের জন্য কারিনা কাপুরকে বাছা হয়।
৩. ওমি বৈদ্য : চতুরকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’ কল্পনাই করা যায় না। চতুর চরিত্রের অডিশনে ওমি বৈদ্য।
৪. মনজৎ সিংহ : ‘উড়ান’ ছবিতে অডিশন দেওয়ার সময় মনজিৎ।
৫. শাহরুখ খান : অডিশন পর্ব থেকে বাদ যাননি খোদ কিং খানও। ‘স্বদেশ’ ছবির অডিশনে গায়েত্রী যোশীর সঙ্গে শাহরুখ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য চালু নেই