প্রথমবারের মত বিশ্বমঞ্চে মুস্তাফিজ

অপেক্ষার প্রহর শেষ হল। দীর্ঘ প্রতিক্ষার অবসান হল। অনেকটা সময় গড়ানোর পর বিশ্বমঞ্চে প্রথম পা রাখলেন মুস্তাফিজুর রহমান। এবার শুধু ক্রিকেট বিশ্বকে বিস্ময় দেখানোর অপেক্ষা।

বাহাতি এ বিস্ময়কর পেসার গত বছর জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। একবছরও হয়নি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু এ এক বছরে পুরো পৃথিবীকে নিজের জাত চিনিয়েছেন। হয়েছেন দর্শকদের পছন্দের বর্ষসেরা ক্রিকেটার।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। টসের সময় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মুস্তাফিজের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু বাংলাদেশি ক্রিকেটপ্রেমিরা নয়, ক্রিকেট বিশ্বের সবাই মুস্তাফিজুর রহমানের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু ইনজুরির কারণে মাঠে নামতে পারছিলেন না কাটারবয় ‘মুস্তাফিজ’।

ঢাকায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা চলাকালীন সময়ে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেন মুস্তাফিজ। দুই সপ্তাহের জন্যে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপের পর মুস্তাফিজ জাতীয় দলের হয়ে ছয়টি ম্যাচ মিস করেন। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চ মাতাতে চলে আসলেন ১৯ বছর বয়সি এ পেসার।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরু হবে রাত আটটায়।



মন্তব্য চালু নেই