প্রথমত সংলাপ, দ্বিতীয়ত সংলাপ এবং সংলাপ, অতপর সংলাপ..

সংলাপ ও সংসদ একই সাথে চালু রাখতে আহবান জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি আয়োজিত মনববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলমান সংঘাত বন্ধে সংলাপকে চালু রেখে সংসদকে কার্যকর রাখার বিষয়ে বক্তব্য প্রদান করেন। সংলাপ চালু না রাখলে সংসদ টিকবেনা এমনটি মন্তব্য করে নেতারা বলেন, সংলাপ চালু করলে দেশের মানুষ বাঁচবে, দেশের মানুষ বাঁচলে দেশ বাঁচবে রাজনীতি বাঁচবে। তাই দেশের তত্বাবধানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এ উদ্দ্যোগ নিতে হবে। এ উদ্দ্যোগ যত দ্রুত না নেয়া হবে ততদ্রুত সংসদ অকার্যকর হবার দিকে এগিয়ে যাবে। দেশের মানুষ এমন আষ্ঠেপিষ্ঠে অবস্থা থেকে বেরিয়ে এসে রাজপথে নামবে। তখন সরকারের ক্ষমতায় থাকাটা কঠিন হবে। ২০ দলীয় জোট দীর্ঘ ১ বছর সংলাপের আহবান করলেও সরকার তা না মানার কারণেই আজ নিরুপায় হয়ে ২০ দল হরতাল ও অবরোধ ডেকেছে। তাই অবিলম্বে সকল দলের নেতৃবৃন্দদের নিয়ে এমনকি দেশে অবস্থানরত কুটনীতিকদের নিয়ে জাতীয় সংলাপের ব্যবস্থা করতে হবে। অন্যথায় সরকারের আম ও ছালা দিনদিন হারিয়ে যাবে। তাই পৃথক পৃথক সংলাপের পরিবর্তে সকল রাজনৈতিক দলকে একই প্লাটফর্মে এনে জাতীয় সংলাপের ব্যবস্থা করলেই উদ্ভুত পরিস্থিতি থেকে সবাই মুক্তি পেতে পারে। আর সংলাপের মেয়াদতো বছরের পর বছরও হতে পারে..। অতএব সংঘাত থেকে দেশবাসীকে বাঁচাতে এগিয়ে আসুন এবং অবিলম্বে সংলাপের ডাক দিন।

বুধবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি আয়োজনে চলমান সংঘাত বন্ধে সব দলের অংশ গ্রহনের ভিত্তিতে জাতীয় সংলাপের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া’র সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ প্রেসিডেন্ট এবং ঢাকা-১৭ আসনের(গুলশান-ক্যান্টনমেন্ট) সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ এমপি। এ মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসসাফ পার্টি-বিআইপি চেয়ারম্যান মোঃ শহীদ চৌধুরী, বাংলাদেশ গতান্ত্রিক লীগের চেয়ারম্যান আবদুল জলিল, বাংলাদেশ স্বাধীন পার্টি-বিএসপি চেয়ারম্যান স¤্রাট জুয়েল চিশতী, বাংলাদেশ মুসলিম সমাজ চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোস্তাক ভাসানী, গণসংগ্রাম পরিষদের সমন্বয়ক মোঃ মাসুম হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন-বিডিএলএম’র চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার, ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি’র ভাইস চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক দেওয়ান সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস আনসারীসহ প্রমুখ নেতাকর্মী।



মন্তব্য চালু নেই