তদন্ত কমিটি যাদবপুরের
প্রতিবাদ এবার ন্যাপকিনে!
স্যানিটারি ন্যাপকিনে স্লোগান লিখে ক্যাম্পাসে সেঁটে দেওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
লিঙ্গবৈষম্য, শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে, ঋতুস্রাব নিয়ে অযথা গোপনীয়তার বিরুদ্ধে এবং নারী স্বাধীনতা নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষে স্যানিটারি ন্যাপকিনে স্লোগান লিখে গত শুক্রবার তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেঁটে দেওয়া হয়েছিল । কারা সেই কাজ করেছেন, কমিটি সেটাই তদন্ত করে দেখবে।
উপাচার্য আশিসবাবু বলেন, ‘তিন সদস্যের কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।’
ক্যাম্পাসে এভাবে স্লোগান সাঁটার ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সহজভাবে নেননি, তা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন উপাচার্য। এ দিন এক ধাপ এগিয়ে তদন্ত কমিটি গঠন করে তিনি কড়া বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।
মেয়েদের একান্ত ব্যক্তিগত উপকরণ স্যানিটারি ন্যাপকিনকে নিয়ে এর আগে প্রতিবাদ জানিয়েছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। পরে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাঁদের শো-কজও করেন।
মন্তব্য চালু নেই