আইন লঙ্ঘন করে চলছে ধূমপান

প্রতিবছর পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছেন ৪ কোটি ২০ লাখ মানুষ

রাজশাহী : তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে পাবলিক প্লেস ও গণপরিবহনে প্রকাশ্যে ধূমপান করছেন ধূমপায়ীরা। আর এতে করে দেশে প্রতিবছর ৪ কোটি ২০ লাখ অধূমপায়ী পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছেন। আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউই।

এ ছাড়াও সকল পাবলিক প্লেস, পাবলিক পরিবহণ ও কর্মক্ষেত্রে ‘ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ লিখা সম্বলিত সতর্কীকরণ নোটিশ লাগানোর নিয়ম থাকলেও খোদ সরকারি কর্মকর্তারাই তা মানছেন না।

গতকাল সোমবার নগরীর সাগরপাড়ায় এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) কার্যালয়ে মিডিয়া এ্যাডভোকেসি সভায় এসব তথ্য তুলে ধরা হয়। এসিডির নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী সালিমা সারোয়ারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র বিভাগীয় প্রতিনিধি ড.আইনুল হক।

সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন। এতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা বিবেচনায় পরিচালিত জরিপের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। জরিপের ফলাফলে দেখা যায়, অনেক জেলা প্রশাসক অফিস বা পুলিশ সুপারের কার্যালয়েও সতর্কীকরণ নোটিশ নেই।

রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে তামাকপণ্য বিক্রয়স্থলে আইন অমান্য করে সর্বত্রই প্রকাশ্য বিজ্ঞাপন অব্যাহত রয়েছে। রাজশাহীসহ সকল বড় শহরে চলছে বিদেশি সিগারেটের বিপণন। এ ছাড়াও এসব এলাকায় শতকরা ১৭টি হোটেল বা রেস্টুরেন্টে, ১৮ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে ধূমপান চলে। ৮৬ ভাগ ক্ষেত্রে সতর্কীকরণ নোটিশ নেই। হাসপাতাল-ক্লিনিক, রেলওয়ে প্লাটফরম, বাস টার্মিনালের ভেতরেও চলছে প্রকাশ্য ধূমপান। এ সবের পেছনে আইনভঙ্গকারীদের শাস্তি না হওয়াকেই দায়ী করা হচ্ছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক কাজী গিয়াস, সোনালী সংবাদের বার্তা সস্পাদক আনোয়ারুল আলম ফটিক, আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া, সকালের খবর ও এন টিভির স ম সাজু, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম’র শরিফ সুমন, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, দেশ টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি এসএম আতিক, যুগান্তরের ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম, দৈনিক রাজশাহীর সাব-এডিটর শহিদুল ইসলাম, নতুন প্রভাতের আশফা বাবু, রাজশাহীর আলো’র কামরুজ্জামান বাদশা, চাঁপাইনবাবগঞ্জের বাংলাভিশন প্রতিনিধি এসএম সাখাওয়াত জামিল দোলন, নাটোরের বারবেলা’র বার্তা সম্পাদক মো. ওমর আলী, নওগাঁর চ্যানেল নাইন প্রতিনিধি একে সাজু প্রমুখ।



মন্তব্য চালু নেই