‘প্রতিটি জেলায় বার্ন ইউনিট স্থাপন করবে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবরোধ-হরতাল কার্যকর না হওয়ায় মানুষ পুড়িয়ে মেরে ভীতির সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আন্দোলনের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে না মারার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারির ওপর আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকার আগামী দিনে প্রতিটি জেলায় বার্ন ইউনিট স্থাপন ও আন্তর্জাতিক মানের একটি বার্ন ইনস্টিটিউট করবে।
মন্তব্য চালু নেই