‘প্রতিটি জেলায় আইসিইউ-সিসিইউ চালু করা হবে’

সরকার দেশের জেলাগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ (নিবিড় পর্যবেক্ষণ বিভাগ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস ও সার্ক সার্জিক্যাল কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদ কম, কিন্তু দরিদ্র মানুষকে সেবা দিতে হবে। তবে চিকিৎসকরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে সীমিত সম্পদ নিয়ে আমরা অনেক বেশি সেবা দিতে পারব। আমরা অনেক ভালো ভালো হাসপাতাল তৈরি করেছি। শুধু হাসপাতাল তৈরি করলেই হবে না, চিকিৎসকের মমতাময়ী হাত রোগীর মাথায় না পড়লে সুস্থ হবে না।’

চিকিৎসকদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘আপনাদের সার্জিক্যাল সাইন্স ইন্সটিটিউটের প্রস্তাবটি আমি বিবেচনায় নিলাম। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমিও আপনাদের সহযোগিতা করব। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ উজ্জল দৃষ্টান্ত স্থাপনের জন্য আপনাদের সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি হাসপাতালে সেবামূল্য কমালে সরকারি হাসপাতালে চাপ কম হয়। বেসরকারি হাসপাতালে সপ্তাহে ১ দিন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন। একটা দৃষ্টান্ত স্থাপন করেন। অনেক হাসপাতাল বলে, কিন্তু ফাঁকি দেয়। আপনাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে।’

আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস প্রেসিডেন্ট মওদুদ হোসেন আলমগীর, চেয়ারম্যান জুলফিকার রহমান খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব ডা. ইকবাল আর্সেলান প্রমুখ।



মন্তব্য চালু নেই