প্রতাপনগরে আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

গাজী ফারহাদ, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর ৬৪তম আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় তালতলা বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন, ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং ডিভিশন এজেন্ট ও এফএভিপি মোঃ সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক ও এফএভিপি এমদাদুল হক। প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিঃ প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সুলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে তালতলা বাজার আউটলেট শাখার এজেন্ট হাফেজ মাওঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাবেক চেয়ারম্যান মাওঃ আঃ মান্নান, মাওঃ আবু ইয়াহিয়া, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, মাওঃ মেহেরুল্লাহ প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আবু জাফর। শাখাটিতে সকল ব্যাংকিং সুবিধা, অনলাইন লেনদেন, এমটিডিআর, মুক্তিযোদ্ধা, কৃষক ও শিক্ষার্থীদের বিশেষ হিসাব খোলার ব্যবস্থা এবং বৈদেশিক লেনদেনের সুযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।



মন্তব্য চালু নেই