প্রণবকন্যাকে ফেসবুকে অশ্লীল মেসেজ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। সে কথা তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।
প্রণবকন্যার অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই পার্থ মণ্ডল নামে এক ব্যক্তি ফেসবুকে তাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে আসছিল। শর্মিষ্ঠা বলেন, ‘পার্থ মণ্ডল নামে এক উন্মাদ আমাকে ক্রমাগত অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম উপেক্ষা করব। কিন্তু পরে ভাবি চুপ করে থাকলে এই ধরনের মানুষের স্পর্ধা আরও বাড়বে।’ শর্মিষ্ঠা ওই ব্যক্তির পাঠানো অশ্লীল মেসেজের স্ক্রিন শট নিয়ে তার ফেসবুক পাতায় পোস্ট করেন।
শর্মিষ্ঠা জানিয়েছেন, এই বিষয়ে দিল্লির সাইবার সেলে অভিযোগ জানাবেন। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কন্যা হিসেবে বিশেষ কোনো দৃষ্টি আকর্ষণ করতে চাই না। যেকোনো সাধারণ মহিলার মতোই আমার কেসটি দেখুক পুলিশ।’
মন্তব্য চালু নেই