প্রচারণা রুখতে ফেসবুকের সঙ্গে চুক্তি করছে সরকার

সরকারবিরোধী প্রচারণা, নারীদের হয়রানি, জঙ্গিবাদকে উস্কে দেয়া এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করবে সরকার।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত সরকার ফেসবুকের সঙ্গে চুক্তির একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্টের ব্যাপারে দায়মুক্তি চাওয়ায় তারা চুক্তি করেনি। আমরা কনটেন্টের ব্যাপারে ফেসবুককে দায়মুক্তি দিয়ে মানুষকে হয়রানির হাত থেকে রক্ষার উদ্যোগ নেব।

তিনি জানান, আমরা আশা করছি, এ বছরের ১৬ ডিসেম্বরই ডট বাংলা ডোমেইন চালু করা হবে। কিন্তু যদি এদিন বেশি কর্মসূচি থাকে তাহলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি আমরা এটি চালু করবো।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও বিটিআরসির সচিব সরওয়ার আলম।



মন্তব্য চালু নেই