‘প্রচলিত আইনে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার চলবে। এখানে কারোর ব্যক্তিগত মতামত দেওয়ার প্রশ্নই আসে না।
শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, অবরোধের সময় পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছে বিএনপি। হাজার মানুষকে অগ্নিদগ্ধ করেছে। এ সব কাজের জন্য তারা যদি জাতীর কাছে ক্ষমা চাইতেন, দুঃখ প্রকাশ করতেন, তাহলে জনগণ হয়তো তাদের শুভ বৃদ্ধি হিসেবে এটা গ্রহণ করতো।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই