প্রক্রিয়াগত জটিলতায় তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ-ভারত দুই পক্ষই প্রস্তুত আছে। কিন্তু প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে এটি স্বাক্ষর হচ্ছে না।

আজ শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার সবই জনগণকে জানানো হবে। জনগণের কাছে তথ্য গোপন করার রাজনীতি শেখ হাসিনা করে না। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি নেতারা অন্ধকারে ঢিল ছুড়ছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বা তাদের সম্পত্তি দখলের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করা হবে।



মন্তব্য চালু নেই