প্রকাশক হত্যায় নিন্দা জাতিসংঘের
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং তিন লেখক ও প্রকাশককে কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতিটি পর্যায় থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো উচিত, যাতে পরবর্তী হামলা এড়ানো যায়। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। যেসব নাগরিক ঝুঁকির মধ্যে আছেন, কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, ফয়সাল আরেফিনকে হত্যা, আহমেদুর রশীদ টুটুল, তারেক রহীম ও রণদীপম বসুর ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ ও ভয়ভীতি প্রদর্শনই এই হামলার লক্ষ্য।
মন্তব্য চালু নেই