প্যারিসে বেকহামের সঙ্গে রিয়া!
ডেভিড বেকহাম আর রিয়া সেন একসঙ্গে প্যারিসে! বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সঙ্গে অভিনেত্রী রিয়া সেনের সমীকরণ মেলাতে পারছেন না অনেকেই। বলিউড আর বেকহামকে দুইয়ে দুইয়ে চার করে মেলাতে পারছেন না কেউই।
সম্প্রতি একটি ফটো শেয়ারিং সাইটে বলিউড অভিনেত্রী রিয়া সেনের আপলোকৃত একটি ছবি নিয়ে এই ধাঁধায় পড়েছিলেন ভক্তরা। তবে ছবিতে রিয়ার সঙ্গে থাকা পুরুষটি আসলে বেকহাম না। আসলে রিয়ার সঙ্গী পুরুষটি অনেকটাই বেকহ্যামের মতো দেখতে। তাই এক ঝলক দেখে অনেকেই বুঝতে পারেননি ইনি বেকহ্যাম, না বেকহ্যাম নন।
প্যারিসে নায়িকার সঙ্গের পুরুষটি শুধু যে বেকহামের মতো দেখতে তা নয়, এমনকি তার হাতের ট্যাটু স্টাইলও অনেকটা বেকহামের মতোই। তবে প্রাথমিক ভুল কাটার পর বলিউডে গুঞ্জন শুরু হয়েছে, রিয়ার এই সঙ্গী পুরুষটি কে? তবে অভিনেত্রী-এমপি মুনমুন সেন কন্যা অবশ্য এ বিষয়ে নিশ্চুপই রয়েছেন।
মন্তব্য চালু নেই