পৌষ নামচা | নাজমুল হাসান
পৌষ নামচা
নাজমুল হাসান
খেজুর গাছে রসের ভাড়ে
পৌষ মেলেছে ডানা
বরফগলা হিম কুয়াশায়
শীত বেঁধেছে দানা।
রসে ভেজা পিঠা খেতে
নেই যে কারো মানা।।
সবজি ক্ষেতের সবুজ আভায়
ফড়িং পোহায় রোদ
সূর্য মামাও কাঁপছে শীতে
হারিয়ে নিজের বোধ।
গরম কাপড় গায় জড়িয়ে
শীত হবে না শোধ।।
পথের মানুষ কাঁপছে শীতে
শীতের পোশাক নেই
হাড়কাঁপানো শীতের দাপট
তাড়িয়ে বেড়ায় যেই।
আমরা তাদের বন্ধু হয়ে
হাত বাড়িয়ে দেই।।
মন্তব্য চালু নেই