পৌর নির্বাচন নিয়ে আজও সিদ্ধান্ত নেয়নি বিএনপি

আসন্ন পৌরসভার নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে আজও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট।জোটের বৈঠক শেষে রাত পোনে ১১টায় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচনে যাওয়ার ব্যাপারে জোটের বৈঠকে আজ কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জোটের নেতারা বৈঠকে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে কথা বলেছেন। তবে শেষ পর্যন্ত সব দিক ভেবে বিএনপি চেয়ারপারসনের ওপর দায়িত্ব দিয়েছেন।জোট নেতারা বলেছেন, নির্বাচনের ব্যাপারে জোট নেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে। তবে শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, নির্বাচনে সব জায়গায় জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেয়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে। আশাা করছি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে জোটের পক্ষ থেকে একক প্রার্থীই দেয়া হবে।

২০ দলীয় জোটের বৈঠকে সভাপতিত্ত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল বুধবার বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে খালেদা জিয়া বৈঠক করেন।বৈঠক শেষে ২০ দলীয় জোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।শেষ হয় রাত পোনে ১১টায়।

বৈঠকে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদ্যস্য মাওলানা আব্দুল হালীম, বিজেপি’র (বাংলাদেশ জাতীয় পার্টি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ চেয়ারম্যান দেবেল রহমান গানি, লোবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানি প্রমুখ।



মন্তব্য চালু নেই