পোলিং স্টেশনে সিসি ক্যামেরা বসানোর দাবি মাহবুবের

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পোলিং স্টেশনে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে সরকার ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি করলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করলে তা দেশের মানুষকে দেখানোর জন্য প্রতিটি পোলিং স্টেশনে সিসি ক্যামেরা বসানো উচিত।’

বর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির বিচার দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। এর সঠিক ‍বিচার না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের একদিন জবাব দিতে হবে।’

বিএনপিকর্মীদের উদ্দেশে বিএনপিপন্থী এ আইনজীবী বলেন, ‘অনুনয়-বিনয়ের সময় নেই, এখন সময় প্রতিরোধের। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।’

সমাবেশে নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘প্রায় ১ মাস ১০ দিন হলেও আমার স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেরত দিতে কোনো উদ্যোগই গ্রহণ করছে না। আমি তাকে ফেরত পেতে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশের সব মানুষের সহযোগিতা কামনা করছি।’

স্বাধীনতা পরিষদ আয়োজিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ।



মন্তব্য চালু নেই