পেলের ছেলে এবার জেলে

গ্রেপ্তার হলে পেলের ছেলে। ৪৪ বছরের এডসন চোলবি দো ন্যাসিমেন্তো, যিনি পরিচিত এডিনহো নামে। বছরের শুরুর দিকে একটি মাদক পাচারকারী দলের হয়ে অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। ফলে বিচারে ৩৩ বছরের জেল হয় এডিনহোর।

এরপর শাস্তি কমানোর জন্য আবেদন জানিয়েছিল ফুটবল সম্রাটের ছেলে। ফলশ্রুতিতে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত এডিনহোকে জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু স্থানীয় আইনজীবীরা এখন জানাচ্ছে সেই আবেদন খারিজ হয়ে গেছে। তারপরই মঙ্গলবার পেলে তনয়কে গ্রেপ্তার করে ব্রাজিল পুলিশ। এখন উচ্চ আদালতে ফের আবেদন করতে পারবেন পেলেপুত্র।

তবে বিচারপতি সুজানা পেরেইরা রায় দিয়েছেন, এবার এডিনহোকে সেই সময়টা জেলেই কাটাতে হবে। এদিকে পেলে পুত্রের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছে, এই রায়ে আমরা হতবাক। এডিনকে তড়িঘড়ি ছাড়াতে আমরা তাৎক্ষণিক আবেদন করেছি।’ ছেলের ব্যাপারে পেলে এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগেও বেশ কয়েকবার জেলে ছিলেন এডিনহো। এ বছরের জুলাইয়ে এক সপ্তাহের জন্য জেল খেটেছেন। ২০০৫ সালে ছিলেন ছয় মাস।



মন্তব্য চালু নেই