পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, পেট্রোল বোমা হামলাকারীদের ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখাবে না পুলিশ। যারা পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে, গাড়ি পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। নাশকতাকারী অপরাধীদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়াস্থ পুলিশ লাইনসে পুলিশের কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার একেএম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্তরের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই