পেটে ব্যাথা; অত:পর গোসল করতে গিয়ে সন্তানের জন্ম
আমেরিকার এক মহিলা অদ্ভুতভাবে জন্ম দিলেন এক শিশু কন্যার। জানা গেছে, হঠাতই পেটে ব্যাথা অনুভব করায় ওই মহিলা গোসলখানায় গিয়েছিলেন গোসল করতে। তিনি ভেবেছিলেন তাতে বোধহয় তাঁর পেটে ব্যাথার খানিক উপশম হতে পারে। কিন্তু ঘটনার আকস্মিকতায় নিজেই তাজ্জব বনে যান ওই মহিলা। স্না্নাগারে স্নান করতে গিয়ে তিনি জন্ম দেন এক শিশুকন্যার। ওই মহিলা জানিয়েছেন, ততক্ষণাত তিনি তাঁর এক বন্ধুকে অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। সদ্যোজাতর ওজন ৬ পাউন্ড ৮ আউন্স বলে জানা গিয়েছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমনই সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়, এমন নয় যে ওই মহিলা নিজের গর্ভাবস্থার কথা জানতেন না। আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের তরফে তাঁকে জানানো হয়েছিল তাঁর বাচ্চার জন্ম দিতে আরও ১২ সপ্তাহ বাকি। কিন্তু তিনি ভুলবশত বুঝেছিলেন, তিনি ১২ সপ্তাহের গর্ভাবস্থায় রয়েছেন।
মন্তব্য চালু নেই