পেছনের সারিতে প্রধানমন্ত্রী!
সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসনে না বসে পেছনের সারিতে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় অধিবেশন কক্ষে ঢুকে তার আসনটি খালি রেখে পেছনে থাকা চিফ হুইপের আসনে গিয়ে বসেন।
এ সময় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আলোচনা করছিলেন। তার আসনটিও পেছনের সারিতেই। সংসদের রেওয়াজ অনুযায়ী কেউ আলোচনা করলে তার সামনে দিয়ে যাওয়া নিষেধ। সে বিষয়টি অনুসরণ করেই প্রধানমন্ত্রী চিফ হুইপের আসনে বসেন।
সংসদের প্রথম সারিতে তখন আইনমন্ত্রী আনিসুল হক, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ সেলিম ও একজন নারী সদস্য বসেছিলেন। দশ মিনিট পরে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষ হয়। প্রধানমন্ত্রী তখন পেছনের আসন থেকে নিজ আসনে গিয়ে বসেন।
বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী এলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন অনুপস্থিত। এমনকি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও এসময় সংসদে ছিলেন না।
মন্তব্য চালু নেই