পেঁপের নির্যাসে রূপের যত্ন

কাঁচাতে সবজি, পাকাতে সুস্বাদু ফল বা রূপচর্চার উপাদান হিসেবে পেঁপের ব্যবহার প্রাচীন কাল থেকে চলে আসছে। ত্বকের মৃতকোষ দূর করে উজ্জ্বলতা বাড়াতে যুগে যুগে নারীরা রূপচর্চায় পেঁপে ব্যবহার করে এসেছে। শুষ্কতার এই মৌসুমে আমাদের ত্বক ও চুলের আদ্রতা বজায় রাখতে পেঁপের গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নেওয়া যাক পেঁপের নির্যাসে রূপের যত্ন নেয়ার কৌশল।

* শীত চলে গেলেও আবহাওয়া এতোটাই শুষ্ক যে হাত পায়ের চামড়া দ্রুত ফেটে যায়। পেঁপের রস হাত-পায়ের ফাটা দূর করে মসৃণ করতে সহায়তা করে।

* পেঁপে বাটা ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ত্বকের শুষ্কতা চলে যাবে ও ত্বক কোমল হবে।

5* শ্যাম্পু করার আগে চুলের গোড়ায় পেঁপের রস লাগালে খুশকি সমস্যা দূর হয়।

* কাঁচা পেপে ব্লেন্ডারে ব্লেন্ড করে পুরো মুখে নিয়মিত লাগালে ব্রণের উপদ্রব কমে এবং ব্রণের দাগ মিলিয়ে যায়।

* পেঁপেতে থাকা ভিটামিন এ ত্বকের মৃতকোষ দূর করতে সহায়তা করে।

* পেঁপের খোসা মুখের ত্বকে, হাতে কিংবা পায়ে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।

* মুখের ত্বকে নিয়মিত পেঁপের রস লাগালে সহজে বয়সের ছাপ পড়ে না।



মন্তব্য চালু নেই