পৃথিবী মরে যাচ্ছে, দাবি ইকরার গবেষকদের

পৃথিবী মরতে শুরু করেছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। তবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও অভয় বাণি দিয়েছেন তারা। তাদের দাবি, এখনো পৃথিবী ১০,০০০ বছর বেঁচে থাকবে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অস্ট্রোনমি রিসার্চের (ইকরার) বিজ্ঞানীরা দেখতে পান যে মহাবিশ্বের ২,০০,০০০ জ্যোতিষ্কর জ্বালানি উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। ২০০ কোটি বছর আগের ক্ষমতা হ্রাস পেয়ে প্রায় অর্ধেকে নেমেছে এবং তা ক্রমাগত হ্রাস পাচ্ছে।

আইকারের গবেষক সিমন ড্রাইভার বলেন, গবেষণার ফলাফল হতাশাজনক তবে আমাদের হাতে এখনো অনেক সময় আছে। তিনি আারও বলেন, সব তারা নিভে যেতে এখনো ১০,০০০ কোটি বছর বাকি।

হনোলুলুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সাধাণ সভায় আজ এই গবেষণা উপস্থাপন করবেন সিমন। সূত্র: সিনহুয়া



মন্তব্য চালু নেই