পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ
অবৈধভাবে সড়কের জমি দখলের অভিযোগে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বাড়ির একাংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।
ডিএনসিসি-এর একজন কর্মকর্তা জানান, মোনায়েম খানের বাড়ির অবৈধ অংশের কারণে বনানী ২৭ নম্বর সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছিল। এর ফলে সেখানে প্রায় যানজট দেখা লেগে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মেয়র আনিসুল হকের নির্দেশে সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি।
জানা গেছে, মোনায়েম খানের দখলে ছিল প্রায় দশ কাঠা জমি। এর আয়তন ছিল লম্বায় ২০২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। এখানে একতলা ভবন তৈরি করে মোনায়েম খানের উত্তরসূরিরা ভোগদখল করে আসছিলেন। সর্বশেষ এখানে গাড়ি বিক্রির একটি শোরুম ছিল। উচ্ছেদের খবর পেয়ে দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম ও ৩ নম্বর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান শরীফ প্রমুখ।
মন্তব্য চালু নেই