পূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ

অভিযোগের একটি মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল দুদক। ওই মামলারে কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।

দুদকের আইনজীবী খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই