পূর্ণ হলো ইচ্ছে’র পাঁচ বছর

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: কারো সাহায্য ছাড়াই শুরু। লক্ষ্য পড়ালেখার মাধ্যমে পথশিশুদের স্বনির্ভর করা। বিভিন্ন দিবসে আলপনা করে, ফুল বিক্রি করে ও কারেন্ট আফেয়ার্স বিক্রি করে পড়াশুনা করানোই হলো ‘ইচ্ছে’র ইচ্ছে।

আজ রবিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ বছর পূর্তি উৎযাপন করছে পথশিশুদের জন্য সংগঠন ‘ইচ্ছে’। সকাল সাড়ে ১০ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ রাসেল চত্ত্বরে এ অনুষ্ঠান শুরু করে তারা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান।

ইচ্ছের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বেশিরভাগ প্রতিষ্ঠানই চাঁদা আদায়ের মাধ্যমে চলে কিন্তু ইচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। এরা কারো কাছে সাহায্য প্রার্থনা করেনা। আমরা সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু পথশিশুরা সুবিধাবঞ্চিত। ইচ্ছের সদস্যদের ত্যাগের মাধ্যমে প্রতিটা পথশিশু সুযোগ-সুবিধা পাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো অন্ধকার দেখতে চাইনা আলো দেখতে চাই।’

ইচ্ছের প্রধান উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন বলেন,‘ অন্যান্য সংগঠনের থেকে ব্যতিক্রম ইচ্ছে। কারো সাহায্য ছাড়াই নিজেদের উপার্জিত আয়ের মাধ্যমে পথশিশুদের বই খাতা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেয় তারা। আমরা চাই বাংলাদেশে এরুপ সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে।’

অনুষ্ঠানে ইচ্ছের ভারপ্রাপ্ত সভাপতি লাকি আক্তার বলেন, ‘আমাদের স্বপ্ন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা স্বপ্ন দেখি এদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ানোর উপযোগী করে গড়ে তোলার।’
অনুষ্ঠান শেষে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন।



মন্তব্য চালু নেই