পুলিশ হেফাজতে হত্যা মামলার আসামির ঢামেকে মৃত্যু
পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পালানো আসামি তাজুদ খাঁ-এর ভাই হত্যা মামলার আসামি আমির খাঁ পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমির খাঁ-এর ভাই তাজুদ খাঁ ১০ অক্টোবর সকালে বাথরুমে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যান। ওই ঘটনায় পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
নেত্রকোনা থানা থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য গত ৮ অক্টোবর দুজনকেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আমির খাঁ নেত্রকোনার আটপাড়া থানার একটি হত্যা মামলার আসামি।
মন্তব্য চালু নেই