পুলিশ হাতে পানি খেলো কিং কোবরা! (ভিডিও)
তৃষ্ণার্ত কিং কোবরা। একটু পানির জন্য জীবনের ঝুঁকি নিয়েই গর্ত থেকে বেরিয়ে এসেছে। সে হয় তো জানতো যে লোকালয়ে গেলেই তার মৃত্যু! তাও যদি এ ফোঁটা পানি পাওয়া যায়। কিন্তু লোকালয়ে এসে যে সে জামায় আদর পাবে তা কখনো ভাবেনি সে! তৃষ্ণার্ত ওই বিষধর সাপটি কে দেখে এগিয়ে আসলো এক পুলিশ সদস্য। বোতলে করে পানি খাওয়ালো সাপটিকে! কী ভাবছেন কোন গল্প বলছি? না এটি সম্পূর্ণ সত্য ঘটনা। এটি ঘটেছে দক্ষিণ ভারতের কাইগাঁ পৌর এলাকায়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রতিবেদনে বলা হয়। ওই পৌর এলাকা থেকে একটি সাপ লোকালয়ে এসে পানি খুঁজতে থাকে। প্রথমে সাপটিকে সবাই মারতে যায়। খবর পেয়ে সেখানে বন্যপ্রাণী অধিদপ্তরের লোকজন এসে সাপটিকে উদ্ধার করে। পরে তাকে পানি পান করানো হয়।
বন্যপ্রাণী অধিদপ্তর সূত্র জানায়, গ্রীষ্মকালে গরমের কারণে পানির খোঁজে লোকালয়ে উঠে আসে বন্যপ্রাণী। এ জন্য সবার সচেতন হতে হবে। তাদের হত্যা না করে ভালো আচরণ করে, প্রশাসনকে খবর দেয়া উচিৎ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই