পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবারও (২৬ জানুয়ারি) তাই হয়েছে।

শুক্রবার মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ্ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভালো।

সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়ই মানে না। আপত্তি করাই বিএনপির প্রক্রিয়া। সময় মতো তারা নির্বাচনে ঠিকই যাবে।

জঙ্গী মুসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গী মুসা পুলিশের নজরদারিতে আছে। যেকোনো সময়ে সে গ্রেফতার হবে।

শমশেরনগর প্রাক্তন ছাত্র পূণর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই