পুলিশ দিলো পানি, জঙ্গি ছুড়ল গুলি
গাজীপুরের পাতারটেকে আস্তানায় জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল পুলিশ। কিন্তু জঙ্গিরা ৫ ঘণ্টা পরও আত্মসমর্পণ না করায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখাকালে ঢাকা রেঞ্জের এআইজি মোখলেছুর রহমান এ সব কথা জানান।
তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে ৩ টা পর্যন্ত জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছি। এমনকি আমরা তাদের পানি পর্যন্তও দিয়েছি যাতে তারা আত্মসমর্পণ করে।’
‘পুলিশ পানি দিলো আর এর বিনিময়ে জঙ্গিরা গুলি ছুড়ল’ বলেন এ আইজি।
টাঙ্গাইল ও গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে টাঙ্গাইলে দুইজন ও গাজীপুরের পাতারটেকে ৭ জন, গাজীপুরের হাড়িনালে ২ জন রয়েছেন।
শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক তিন স্থানে অভিযান চালায়।
মন্তব্য চালু নেই