‘পুলিশ এতো গাড়ি ধরে কেন?’
এত গাড়ি কেন ধরে পুলিশ এমন প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।
তিনি বলেন, বলা নেই , কওয়া নেই বজ্রপাতের মতো গাড়ি দেখলেই পুলিশ ধরছে। তার প্রশ্ন সরকার এতো এতো গাড়ি দেওয়ার পড়েও কেন পুলিশ পাবলিকের গাড়ি রিক্যইজিশন দেয়।
যদি পুলিশের গাড়ি দরকার হয় তাহলে সরকার যেন গাড়ির ব্যবস্থা করেন এমন পরামর্শও দেন তিনি।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গাড়ি রিক্যুইজিশন দেওয়ার কারণে জন সাধারণের ভোগান্তি বাড়ছে। পুলিশ ভালো মাইক্রো, প্রাইভেটকার , সিএনজি দেখলেই রিক্যুইজিশন দিচ্ছে। কিন্তু কেন এতো গাড়ি লাগে পুলিশের।
তিনি বলেন, পুলিশ গাড়ি রিক্যুইজিশন নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। তারা রাস্তায় একটু পছন্দের গাড়ী দেখলেই তা রিকুইজিশন দিচ্ছে। এই কারণে বাচ্চাদের স্কুলে নিতে পারছে না অভিভাবকরা। ব্যবসা বাণিজ্যেও ক্ষতি হচ্ছে।
পুলিশের রিকুইজিশনের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কমেছে। মুরগির খাচার মতো লক্করঝক্কর মার্কা গাড়িতে মুরগির মতো ঠাসাঠাসি মানুষ বহণ করা হচ্ছে। পুলিশের কারণে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এর একটা ব্যবস্থা করার দাবি করেন তিনি।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযানকে ধন্যবাদও জানিয়েছেন হাজি সেলিম।
মন্তব্য চালু নেই